24 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রংপুর রাইডার্সে যোগ দিলেন নওয়াজ

রংপুর রাইডার্সে যোগ দিলেন নওয়াজ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খেলতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।এবারের বিপিএলে রংপুর রাইডার্সেরর্সে হয়ে খেলবেন তিনি। চট্টগ্রামের টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন নওয়াজ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি তাদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোষ্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা, রংপুর রাইডার্সে‌ যোগ দিতে এখন চট্টগ্রামে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। পরের ম্যাচেই রাইডার্সদের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে এই অলরাউন্ডার।

আগামীকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচেই পাকিস্তানি বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে।

এবারের আসরে রংপুর এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। যেখানে এক হারের বিপরীতে আছে ২টি জয়। সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে জিতেছিল রংপুর। ওই ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন পাকিস্তানের আরেক অলরাউন্ডার শোয়েব মালিক। এদিন ৪ উইকেটে জয় পায় রংপুর। জহুর আহমেদ স্টেডিয়ামে শুরুতে খুলনাকে ১৩০ রানে গুটিয়ে দেয় রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়লেও শেষদিকে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিউল হক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ