14 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, জিপ হেলপারের মৃত্যু

হাটহাজারীতে জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, জিপ হেলপারের মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে জিপের হেলপারের মৃত্যু হয়েছে।রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের মিরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

নিহত মুহাম্মদ সাজিম (১৮) মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের ছেলে।

আহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের এজাহার মিয়ার ছেলে মো. লোকমান (২৮) ও একই ইউনিয়নের নুর মিয়ার ছেলে মো. তারেক (১৭)।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন দুর্ঘটনার  সত্যতা স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাটহাজারীগামী একটি ইট বোঝাই জিপ মিরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে চালক-হেলপারসহ ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিপের হেলপার সাজিমকে মৃত ঘোষণা করেন।
bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ