30 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিএনএ টাঙ্গাইল: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলায় এবারই প্রথম ইভিএম’র মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এর সংখ্যা বেড়েছে।

মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার ১২১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন।  ১২১টি কেন্দ্রের মধ্যে ৫৭টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপনির্বাচনে লড়ছেন,আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি)।

গত বছরের ১৬ নভেম্বর এই আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন ইন্তেকাল করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ