29 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের রিডিং রুম উদ্বোধন

কুবিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের রিডিং রুম উদ্বোধন


বিএনএ, কুবি (কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)  শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক দের রিডিং রুম ‘অন্বেষা’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ফিতা কাটার মধ্য দিয়ে ‘অন্বেষা’ নামের এই রিডিং রুমের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যারা এসময়টার মধ্যে পড়ালেখা করে ভাল একটা ফলাফল করতে পারবে তারা সারাজীবন উপভোগ করতে পারবে। মূলত এই পড়ালেখাটাই সারাজীবন তোমাদের কাজ দিবে। এখানে যাতে এসে অযথা আড্ডা না দেয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ জুলহাস মিয়া, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান,  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামীমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ,  শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান হাবিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ