18 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ওবায়দুল কাদেরের জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শরফুদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করার সময় একথা জানান।

তিনি বলেন, অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আরও দুই-এক দিন হাসপাতালে রাখা হবে।  তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে ভালো। ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে।

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসাও নিতে হয়েছিল তাকে।

কদিন আগে অসুস্থ অনুভব করার পর মঙ্গলবার বিএসএমএমইউতে গেলে তাকে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ