বিএনএ ডেস্ক: চীন ও তুরস্কের মিসাইল যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়লো। এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে তুরস্ক ও চীন থেকে আনা দুই ধরনের মিসাইলের উদ্বোধন শেষে একথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, আধুনিকায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে সংযোজিত তুরস্কের তৈরি টাইগার এমএলআরএস মিসাইল সিসটেম এবং চীনের তৈরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সেনাবাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।
বিএনএ/এ আর
Total Viewed and Shared : 184