বিএনএ, রিপোর্ট : ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৫জন নিহত হয়েছেন। মঙ্গলবার(১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে মল্লিকপুরের করিমপুর জোড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত ২৭ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস বাসটি বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি নিশ্চিত করেন, নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তবে হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
বিএনএনিউজ২৪,এসজিএন/এইচমুন্নী