17 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ‘পারিজাত’ ভবনের উদ্বোধন

বোয়ালখালীতে ‘পারিজাত’ ভবনের উদ্বোধন


বিএনএ, বোয়ালখালী : বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির নবনির্মিত মিলনায়তন ভবন ‘পারিজাত’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় ফলক উন্মোচনের মাধ্যমে ‘পারিজাত’ ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান আলোচক সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল কুমার মজুমদারের সঞ্চালনায় পারিজাত ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডাঃ রাজীর রঞ্জনের পক্ষে এসিও দ্বীপ রঞ্জন ঘোষ। প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের প্রতিনিধি বলবিন্দুর কুমার, জনসংযোগ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, ৬নং পোপাদিয়া  ইউপি চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন, ৯নং আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, শিক্ষক বাপন কুমার ভঞ্জ, শিক্ষক দীপক চৌধুরী, শিক্ষক পঙ্কজ ভট্টাচার্য, শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মাবলম্বীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে নিজ নিজ ধর্মকর্ম পালন করে আসছে। কিন্তু কিছু কুচক্রী মহল ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশকে অস্থিতিশীল করতে নানান ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরিষদের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন রনজিৎ চৌধুরী বাচ্চু, বরুণ ভট্টাচার্য, প্রদীপ মল্লিক, সঞ্জয় দে, সমীরণ কান্তি দেব, শ্যামল মজুমদার, জগদীশ চৌধুরী, জ্যোতির্ম্ময় চৌধুরী, উময় শংকর আচার্য, রনজিত কুমার শীল, তুষার নন্দী ফুলু, বিটু মিত্র, অশোক ধর, লিটন ঘোষ, পংকজ চক্রবর্তী, চিত্তরঞ্জন শীল শিবু, রাজীব পাল, স্থানীয় সমাজসেবক বিশ্বজিত ভট্টাচার্য বিষু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে অতিথিবৃন্দদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার