25 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুর তেলিয়াপাড়ায় বাসের ধাক্কায় ৪ জন নিহত

গাজীপুর তেলিয়াপাড়ায় বাসের ধাক্কায় ৪ জন নিহত

গাজীপুর তেলিয়াপাড়ায় বাসের ধাক্কায় ৪ জন নিহত

বিএনএ, গাজীপুর: গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ট্রাফিক) আহসানুল হক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু গণমাধ্যমকে জানান, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ