22 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ২

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ২


বিএনএ ডেস্ক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নৌকাডুবিতে দুই ব্যক্তি মারা গেছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।খেয়া পারাপারের সময় শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে দুজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার মো. শাওন (১৪) ও শাহ পরান (২০)। তবে এখনও রিফাত হোসেন নামের একজনের খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে ১০–১২ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা হাজীগঞ্জ ঘাটে যাচ্ছিল। নদীর মাঝামাঝি গিয়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে তারা গিয়ে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ রয়েছেন একজন। এ সময় অন্যরা সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মেদ গণমাধ্যমকে জানান,  ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ