বিএনএ, ডেস্ক: হ্যারি পটার চলচ্চিত্রে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্রেন মৃতু্যবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার এজেন্ট বেলিন্ডা রাইট তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। বেলিন্ডা জানান, এ অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তিনি কোন ধরনের অসুস্থতায় ভুগছিলেন সে সম্পর্কে জানা যায়নি।
রবি কোলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট কোলট্রেনকে অনন্য প্রতিভাধর অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। রবি কোলট্রেনের আইটিভি গোয়েন্দা নাটক ক্র্যাকার এবং জেমস বন্ড চলচ্চিত্র গোল্ডেন আই এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ-এ অভিনয় করেছেন।
বিএনএ/ ওজি