22 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাফিক বক্সে ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার অভিযোগ

ট্রাফিক বক্সে ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার অভিযোগ


বিএনএ. ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় অবৈধভাবে চলা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা প্রায় পাঁচটি ট্রাফিক পুলিশের বক্সে হামলা করে।এ ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ওই মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।ৎ

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, পুলিশ বক্সে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ এ মামলা দায়ের করা হয়।মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছি ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে রিকশাচালকরা অভিযোগ করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে মিরপুর এলাকায় পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ২০/২৫ টি রিকশা নিয়ে চায়। এ সময় চালকরা বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করে পুলিশ।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ