বিএনএ মাগুরা: মাগুরা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা, কবির হোসেন, রহমান মোল্যা এবং ইমরান। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) জহিরুল ইসলাম। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান এসপি।
এলাকাবাসী জানায়, এই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার নজরুল হোসেন। তবে দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর এই ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে আরেকজন মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই নজরুল মেম্বার এবং সৈয়দ আলি সমর্থকদের মধ্যে গণ্ডগোল চলে আসছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবার ৪টার দিকে নজরুল মেম্বার সমর্থকরা সৈয়দ আলি সমর্থকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান।
বিএনএনিউজ/আরকেসি