14 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » কারিগরি সমস্যার কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ: বিটিআরসি

কারিগরি সমস্যার কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ: বিটিআরসি

কারিগরি সমস্যার কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ: বিটিআরসি

বিএনএ ঢাকা: কারিগরি সমস্যার কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শুক্রবার (১৫ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

এর আগে হঠাৎ করেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের খবর পাওয়ার যায়। অনেকেই জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পেতে ব্যর্থ হন।

মোবাইল সিমের একাধিক ডাটা ব্যবহারকারী জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোবাইল সিমের ডাটা চালু করার পর তারা কোনো সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা। তবে, হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর কয়েক ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল ফোনের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ