15 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএলে গ্যালারিতে ফিরছে দর্শক

আইপিএলে গ্যালারিতে ফিরছে দর্শক

আইপিএলে গ্যালারিতে ফিরছে দর্শক

বিএনএ,স্পোর্টসডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলে মাঠে ফিরছে দর্শক।  এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ ।

ভারতে দর্শক শূন্য গ্যালারিতে শুরু হওয়া ২০২১ মৌসুমের আইপিএলের ম্যাচ মাঝপথে স্থগিত হয়ে যায় করোনাভাইরাস ভয়াবহ রূপ নিলে। এরপর আসরের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। সেখানে প্রথম দিন থেকেই মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

এরআগের আসরও শুরু হয়ছিল সংযুক্ত আরব আমিরাতে এবং শেষও হয় দর্শকশূন্যতে।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আসরের দ্বিতীয় ভাগে কম দর্শককে অনুমতি দেওয়া হবে মাঠে বসে খেলা দেখার। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে মাঠে দর্শক দেখা যাবে।

আইপিএলের বাকি অংশ  সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাতে অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের বাকি অংশের খেলা শুরু হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ