37 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চিকিৎসকদের রাজনীতি বন্ধের দাবি সংসদে

চিকিৎসকদের রাজনীতি বন্ধের দাবি সংসদে

জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু আজ

বিএনএ, ঢাকা : আইন করে চিকিৎসকদের রাজনীতি বন্ধের দাবি উঠেছে সংসদে। যদিও স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসকদের রাজনীতি করার পক্ষে কথা বলেছেন।

চিকিৎসকের কাজ চিকিৎসা দেওয়া। তারা কেন রাজনীতি করবেন? বুধবার (১৫ সেপ্টেম্বর) সংসদের আলোচনায় এমন প্রশ্ন তোলেন কয়েকজন সংসদ সদস্য।

একই সময়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের দাবিও তোলেন সংসদ সদস্যরা। বিসিএস দিয়ে জনগণের টাকায় বেতন নেওয়া চিকিৎসকরা কেন প্রাইভেট প্র্যাকটিস করবেন? এ প্রশ্নও তোলেন তারা।

মেডিকেল কলেজ গভর্নেন্স বডি, ১৯৬১ রহিতকরণ বিলের জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, যখন যে দল ক্ষমতায় আসে সে দলের চিকিৎকরা প্রভাব বিস্তার করেন।

কখন কে বদলি হবে, কাকে কে ফেলে দেবে সে পরিকল্পনা করতে থাকে চিকিৎসকরা। আইন করে ডাক্তারদের রাজনীতি বন্ধ করার দাবি জানান তিনি।

এ সময় ফিরোজ রশিদ বলেন, ডাক্তাররা রাজনীতি করলে আমাদের কাজ কী? মেধাবিরা তাদের কাজ ফেলে রাজনীতি করতে থাকলে, সাধারণ মানুষ সেবা বঞ্চিত হয়।

বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ডাক্তারদের রাজনীতি করার কী দরকার? সবাই রাজনীতি করলে ঘর সামলাবে কে? আইনশৃঙ্খলা বাহিনী তাদের জায়গায় থাকবে, চিকিৎসকরা তাদের জায়গায় থাকবে।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের উদাহরণ টেনে তিনি বলেন, কিছুদিন আগে এ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে রোগীদের সংঘর্ষ হয়েছে। ডাক্তাররা যদি রোগীদের মারেন, তাহলে তারা কোথায় যাবেন?

এ সময় সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে কথা বলেন জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নু।

তিনি বলেন, বিসিএস দিয়ে যেসব চিকিৎসক সরকারি হাসপাতালে যোগ দেন, তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। জনগণের পয়সায় বেতন নিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিস কেন করবেন? যারা প্রাইভেট প্র্যাকটিস করবেন, তারা বিসিএস কেন দেবে?

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে সবাই রাজনীতি করতে পারেন। যদি প্রকৌশলী, আইনজীবীরা রাজনীতি করতে পারেন, তবে চিকিৎসকদের করতে সমস্যা কোথায়। চিকিৎসকরা যদি তাদের কাজ শেষ করে রাজনীতি করেন, তাহলে সেটা করতে পারেন।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ