20 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঘরে পড়ে ছিল মা ও ২ ছেলের রক্তাক্ত মরদেহ

ঘরে পড়ে ছিল মা ও ২ ছেলের রক্তাক্ত মরদেহ

deadbody

বিএনএ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ব্যবসায়ী সেলিম শেখের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরেন ব্যবসায়ী সেলিম। এসে ঘরে দরজা খোলা পান তিনি। তখন ঘরে ঢুকে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান।

সেলিম শেখ বলেন, বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করা হয়েছে।

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ