26 C
আবহাওয়া
৫:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, চিত্রাংকন- রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসব আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য আব্দুর রহিম মুন্সী, শিক্ষক সহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

এতে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা পুরস্কার বিতরণ ও ফলজ বৃক্ষরোপনে অংশ নেন।

বিএনএ/ রেজাউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ