20 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন সিরীয় সেনা নিহত

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন সিরীয় সেনা নিহত


বিএনএ,বিশ্বডেস্ক : সিরিয়ায় একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন সিরীয় সৈন্য নিহত  হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আল-জাজিরার খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলাগুলি স্থানীয় সময় রাত ৮ টায় সংঘটিত হয়েছিল। রাজধানী দামেস্কের নিকটবর্তী গ্রামাঞ্চলে এবং উপকূলীয় প্রদেশ তারতুসের কিছু পয়েন্ট লক্ষ্য করে এই হামলাগুলি চালানো হয়।সৈন্যদের মৃত্যু ছাড়াও হামলার কারণে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় এসব হামলার ব্যাপারে কদাচিতই মন্তব্য করে ইসরায়েল।

পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকেও রোববারের হামলার খবরে বলা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ