27 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » বদলির আদেশ ছিঁড়ে ফেলায় বরখাস্ত ৮ এনবিআর কর্মকর্তা

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় বরখাস্ত ৮ এনবিআর কর্মকর্তা

আয়কর রিটার্ন দাখিল করা যাবে যেকোন সময় এনবিআর

বিএনএ, ঢাকা : বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে ।

বরখাস্ত হওয়া কর্মকর্তা্রা হলেন— ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের আবগারি কমিশনার শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের আবগারি কমিশনার নুশরাত জাহান এবং কুমিল্লা কর অঞ্চলের আবগারি কমিশনার ইমাম তৌহিদ হাসান।

এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, তারা সবাই গত মাসে এনবিআরে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, অনেকে ছিলেন নেতৃত্বে।

আদেশে বলা হয়, ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞা করে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাদের এনবিআরের স্পেশাল ডিউটি অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা পাবেন।

এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান এ আদেশে স্বাক্ষর করেন। গত মাসে এনবিআরের কর কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব খাতে ‘যৌক্তিক সংস্কার’-এর দাবিতে আন্দোলনে নামেন। ২৮ ও ২৯ জুন দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম বন্ধ রাখেন তারা।

পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়। এ পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের পর তিনজন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকেও কাজ বন্ধ রাখার কারণে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের দুই সদস্যসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের অধিকাংশই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ