28 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীর এসিল্যান্ড রয়া ত্রিপুরাকে শোকজ

কর্ণফুলীর এসিল্যান্ড রয়া ত্রিপুরাকে শোকজ


বিএনএ, ঢাকা: যথাসময়ে আদালতে সার্ভেয়ার প্রতিবেদন প্রেরণ না করায় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৮ ধারায় দায়ের করা মিছ মামলা নং ৫/২৫ ইংরেজি—যার বাদী মাহবুবুর রহমান ও বিবাদী আবদুল ছালাম—সে মামলায় শুনানি শেষে গত ১৩ জুলাই এ আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এর আগে মামলার কার্যক্রম পরিচালনার জন্য কর্ণফুলীর এসিল্যান্ডকে একাধিকবার তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়। আদালতের বেঞ্চ সহকারী থেকে শুরু করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজেও এ বিষয়ে বারবার তাগিদ দিলেও এসিল্যান্ড কর্তৃক কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী নালিশী ভূমি সরেজমিনে তদন্ত করে পরিশিষ্ট-৩ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও প্রতিবেদন না আসায় মামলার কার্যক্রম বিলম্বিত হয়।

গত ১২ জুলাই মামলাটির শুনানি শেষে ১৩ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিখিত আদেশে উল্লেখ করেন: “এসিল্যান্ড কর্ণফুলী প্রতিবেদন প্রেরণে বিলম্ব করেছেন—তার কারণ দর্শানো হোক।”

এই আদেশের ভিত্তিতে ১৪ জুলাই কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে কারণ দর্শানোর নোটিশ (স্মারক নং ১৮৯৯) প্রেরণ করা হয়।

উল্লেখ্য, শোকজ বা কারণ দর্শানোর নোটিশ হলো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি বা নির্দেশ অমান্যের অভিযোগে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার একটি প্রক্রিয়া।

এসিল্যান্ড পদে কর্মরত কর্মকর্তারা জেলা প্রশাসকের আওতায় থাকেন এবং প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, ভূমি সংক্রান্ত নানা অভিযোগ এবং দায়িত্বে অবহেলার কারণে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে সম্প্রতি পটিয়া উপজেলায় বদলি করা হয়েছে। তবে বদলির আদেশ কার্যকর হলেও তিনি এখনো কর্ণফুলীতেই দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ