17 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে সুতার গোডাউনে আগুন

ময়মনসিংহে সুতার গোডাউনে আগুন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

শুক্রবার (১৪ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে পৌর শহরের কাঁঠালী এলাকার শেফার্ড গ্রুপের ফেন্সি ইয়াং লিমিটেডের সুতার কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সোয়া ৮ টার দিকে ভালুকার পৌর শহরের কাঁঠালী এলাকার শেফার্ড গ্রুপের ফেন্সি ইয়াং লিমিটেডের সুতার কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে প্রথমে ভালুকা স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। পরে ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, কৃষি বিশ্ববিদ্যালয়, গফরগাঁও, শ্রীপুরসহ মোট ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে, এই ঘটনায় এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত