20 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে জামে মসজিদ উদ্বোধন

বান্দরবানে জামে মসজিদ উদ্বোধন


বিএনএ, বান্দরবান : বান্দরবান সদর উপজেলার রেইচায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিত একটি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মসজিদ উদ্বোধন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫০লক্ষ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় পার্বত্য এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাঁপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ