14 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

বিএনএ, ঢাকা: দেশের পপ সংগীতের কিংবদন্তি তারকা ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে হার্ট অ্যাটাক হয় তার। রাজধানীর বারডেম হাসপাতালে তার চিকিৎসা চলছে।

শুক্রবার (১৫ জুলাই) খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি ওই পোস্টে লিখেছেন, শুক্রবার ভোরে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। এরপর দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। এ সময় ফেসবুকের ওই পোস্টে গায়কের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

ফেরদৌস ওয়াহিদের ছেলে দেশের সফলতম সংগীত তারকা হাবিব ওয়াহিদ। বাবার অসুস্থতা নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ বাবার চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন।

এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। ৭০ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ