14 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » হজ শেষে দেশে ফিরেছেন ১১৭৪ জন হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ১১৭৪ জন হাজি


বিএনএ, ঢাকা: পবিত্র হজ পালন শেষে এক হাজার ১৭৪ জন হাজি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে। বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই (বৃহস্পতিবার) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মোট তিনটি ফ্লাইটে দেশে ফেরেন ১১৭৪ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছিল দুটি ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের একটি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ