27.5 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » গ্রামীণফোনের পথ ধরল রবিও

গ্রামীণফোনের পথ ধরল রবিও


বিএনএ, ঢাকা : মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পর এবার রবিও গ্রাহকদের সর্বনিম্ন রির্চাজ ২০ টাকা নির্ধারণ করেছে। অথ্যাৎ রবি ও এয়ারটেলের গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবে না।

রবি তাদের এই নতুন সিদ্ধান্ত এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে। এর আগে রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

রবি জানিয়েছে, শুধু রিচার্জের ক্ষেত্রেই তাদের এ সিদ্ধান্ত। তবে ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবির যে কোনো পণ্য-সেবার মূল্য মূলত গ্রাহকের চাহিদা এবং বাজার প্রতিযোগিতার ওপর নির্ভর করে। মোবাইল টপ-আপ অথবা রিচার্জের সর্বনিম্ন সীমা ২০ টাকা নির্ধারণের বিষয়টিও সে ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।

এর আগে আরেক মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনও এ মাসের শুরুতে তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ