14 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে পুকুরে ডুবে বিবি মরিয়ম নামে দুই বছরের এক শিশু মারা গেছে। রোববার (১৫ মে) বিকেল ৪ ঘটিকার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের বরইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মরিয়ম ওই এলাকার হাজী কবির আহম্মদ ভূঁইয়া বাড়ির ফেয়ার আহমদের মেয়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

মরিয়মের আত্মীয় সোহেল রেজা জানান, রোববার বিকেল ৪টার দিকে বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে হটাৎ কোথায় চলে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ দেখে স্বজনরা। এসময় উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আশরাফ উদ্দিন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ