26 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কুরিয়ার সার্ভিস কর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে কুরিয়ার সার্ভিস কর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভিক্ষা করার সময় বৃদ্ধের মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে নুরুল ইসলাম (৬৫) নামের কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) ভোরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নুরুল ইসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, মতিঝিল বিমান অফিসের সামনের ফুটপাত থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ফুটপাতে ঘুমাতেন।ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারনে না অন্য কোন কারনে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।নুরুল ইসলামের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ