বিএনএ ডেস্ক: পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার (১৫ মে) সরেজমিনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, যদি কোনো কারনে তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।
উল্লেখ্য গত বছর মন্ত্রী ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রেল কার্যক্রম চালু হবে।
বিএনএ/এ আর