18 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ঈদুল আজহায় রাজধানীতে বসবে পশুর ১৯টি হাট

ঈদুল আজহায় রাজধানীতে বসবে পশুর ১৯টি হাট

রাজধানীতে এবার ১৯ পশুর হাট

বিএনএ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে এবছর পশুর মোট ১৯টি হাট বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

ঢাকার দুই সিটি করপোরেশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, হাটগুলোর মধ্যে দু’টি স্থায়ী হাট, যেগুলোতে সারাবছর পশু বিক্রি হয়। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রয়েছে গাবতলী হাট ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সারুলিয়া পশুর হাট।

এ দুটি হাট ছাড়া রাজধানীতে অস্থায়ীভাবে পশুর আরও ১৭টি হাট বসানোর উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন।

অস্থায়ী হাটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় বসবে ১০টি ও উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবে ৭টি। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশুর ডিজিটাল হাট চালু থাকবে।

ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি পশুর হাট…

ঢাকা দক্ষিণ সিটির পশুর ১০টি হাটের মধ্যে আছে, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা,উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকায় অস্থায়ী হাট বসবে।

ঢাকা উত্তর সিটিতে ৭টি পশুর হাট…

ঢাকা উত্তর সিটি এলাকায় সাতটি অস্থায়ী পশুর হাট বসবে, ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা এবং ৩০০ ফিট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল-যমুনা হাউজিং কোম্পানির খালি জায়গা ও এর পাশে ব্যক্তিগত মালিকানাধীনের খালি জায়গা মিলিয়ে অস্থায়ী পশুর হাট বসবে।

দুই সিটি করপোরেশন থেকে জানানো হয়, ১৭টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ১৪টির ইজারা প্রাথমিকভাবে শেষ হয়েছে। বাকিগুলো চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। উত্তর সিটির স্থায়ী গাবতলী হাট ও দক্ষিণ সিটির স্থায়ী সারুলিয়া হাট বছর জুড়েই ইজারা দেয়া থাকে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ