18 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে সড়কে প্রাণ হারাল মা-মেয়েসহ ৩ জন

রাজশাহীতে সড়কে প্রাণ হারাল মা-মেয়েসহ ৩ জন

সড়ক দুর্ঘটনা

বিএনএ,রাজশাহী :রাজশাহীর পবায় সড়কে প্রাণ হারাল মা-মেয়েসহ তিন মোটরসাইকেল আরোহী । রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন গণমাধ্যমকে জানান, মাটিবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে নিহত আব্দুল মান্নান (৪৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন।ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশু। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে।

তিনি আরও জানান, হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের  পরিচয় পাওয়া যায়নি ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ