26 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » হায়দরাবাদকে ৫৪ রানে হারাল কেকেআর

হায়দরাবাদকে ৫৪ রানে হারাল কেকেআর


বিএনএ, স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে প্লে-অফে খেলার আশার জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। শনিবার (১৪ মে) পুণের মাঠে ৫৪ রানে জিতল শ্রেয়স আয়াররা।

টসজয়ী কেকেআর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরুতে বেশ বিপদেই পড়ে যায় কেকেআর। মাত্র ৭ রানে আউট হয়ে যান ওপেনার বেঙ্কটেশ। এরপর মাত্র এক ওভারে রাহানে ও নীতীশ রানাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন হায়দরাবাদের উমরান মালিক। স্যাম বিলিংস ৩৪ রান করে আউট হন। এক প্রান্ত শেষ পর্যন্ত আগলে রাখেন আন্দ্রে রাসে। শেষ ওভারে তিনটি ছক্কা মারেন। এদিন তার ব্যাট থেকে আসে ৪৯ রান। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে।

১৭৮ রানের লক্ষে খেলতে নামা হায়দাবাদ শুরুটা ভালোই করে। । ৫ ওভার অবধি কোনও উইকেট হারায়নি দলটি। তবে ব্যাট হাতে উজ্বল রাসেল এদিন বোলিংয়েও হয়ে উঠেন ভয়ানক। মাত্র ৯ রানেই ফিরিয়ে দেন হায়দাবাদের কেন উইলিয়ামসনকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে যায় হায়দরাবাদ। ফলে ৫৪ রানে ম্যাচ জিতে নিল কেকেআর।

কলকাতার হয়ে একটি করে উইকেট নিয়েছেন উমেশ, নারাইন এবং বরুণ। দু’টি উইকেট নেন সাউদি। রাসেল নেন তিনটি উইকেট।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ