16 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ঈদ ও বৈশাখী আড্ডা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ঈদ ও বৈশাখী আড্ডা অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম : লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ২০২৪ সালের ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়। রোববার ( ১৪ এপ্রিল ) বিকালে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ এর পাচঁলাইশস্থ বাসভবনে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী আড্ডায় মেতে উঠেন সদস্যরা।

আড্ডায় অংশ নেন লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ RC-HQ, লায়ন এএইচএম ইলিয়াছ করিম RC-HQ, লায়ন শামিম আরা বেগম RC,লায়ন এএফএম জহির উদ্দীন RC,লায়ন আবিদুর রহমান পিএমজেএফ DC,লায়ন চৌধুরী ফাহিম মোস্তাফা, লায়ন সাংবাদিক ইয়াসীন হীরা, লায়ন ডাক্তার সেলিনা চৌধুরী, লায়ন চৌধুরী সাদমান মোস্তাফা। আরও উপস্থিত ছিলেন, খালেদা পারভীন, রিভানা আজম চৌধুরী, কানিজ-ই ফাতিমা আহমেদ প্রমুখ।

পরে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের নতুন সদস্য রিক্রুট এবং বিভিন্ন মানবিক কর্মকান্ডে বেশি বেশি অংশগ্রহণ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ