16 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক মোসলেম খানের মৃত্যুবার্ষিকী রবিবার

সাংবাদিক মোসলেম খানের মৃত্যুবার্ষিকী রবিবার

মোহাম্মদ মোসলেম খান

চট্টগ্রাম:  “দৈনিক দেশের কথা” ও “সাপ্তাহিক রায়হান” এর সম্পাদক মোহাম্মদ মোসলেম খান এর ৭ম মৃত্যুবার্ষিকী রবিবার (১৬ এপ্রিল)। এ উপলক্ষ্যে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিস্থ মরহুমের বাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, মোহাম্মদ মোসলেম খান আজীবন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং চট্টগ্রামের সাংবাদিকতা চর্চায় প্রভূত অবদান রাখেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির উদ্যোক্তা পরিচালক। জনাব মোসলেম খান পিআইবি এবং চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সম্মাননা প্রাপ্ত সাংবাদিক।

সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজসেবী ও মানবদরদী লোক ছিলেন। চট্টগ্রাম ও তাঁর থানা পটিয়ায় অনেক সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে তিনি নিজেকে যুক্ত রেখে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন আজীবন।

এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য তাঁর আত্মীয় স্বজন, শুভার্থী ও সহকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ