22 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন


বিএনএ,ফেনী: ছাগলনাইয়ায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সিলেটের উদ্যোগে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে মাসব্যাপী কোরআন তিলাওয়াত কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন কেন্দ্রীয় নেতা ও ফেনী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহাম্মদ ভূঁঞার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন, পরিচালনা কমিটির সদস্য মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা জয়নাল আবদীন, সিনিয়র শিক্ষক সাংবাদিক শাহ আলম, সিনিয়র শিক্ষক তাওহীদুল ইসলাম, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’র প্রধান ক্বারী তানভীরুল আলম,হাফেজ আবদুর রহীম, সহকারী ক্বারী আবদুল্লাহ আল মামুন আবরার, আবদুল্লাহ আল মামুন আজহার, মহীউদ্দীন প্রমুখ।শিক্ষক মাওলানা আবরার বিন হুসাইন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় বিভিন্ন গ্রুপ থেকে ১৫ জন বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ