25 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ৫ সিটিতে মেয়র পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

৫ সিটিতে মেয়র পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ

বিএনএ, ঢাকা:  ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৫ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে । এরা হলেন, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুর  সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শনিবার(১৫এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৫ সিটির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন।

বিএনএনিউজ24,জিএন

Loading


শিরোনাম বিএনএ