বিএনএ, বিশ্বডেস্ক : প্রাণের অস্তিত্ব খুঁজতে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উদ্দেশে স্যাটেলাইট পাঠিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। শুক্রবার (১৫ এপ্রিল) ফ্রেঞ্চ গায়ানার কৌরো স্পেসপোর্ট থেকে আরিয়ান-৫ রকেটে জুপিটার আইসি মুন এক্সপ্লোরার (জুস) স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার আবহাওয়া সমস্যার কারণে উৎক্ষেপণের প্রথম চেষ্টা ব্যর্থ হয়। তবে আজ কোনো সমস্যা ছাড়াই সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, উৎক্ষেপণের কিছুক্ষণ পরই জুস স্যাটেলাইট আরিয়ান রকেট থেকে বিচ্ছিন্ন হয় এবং তার ৯০ বর্গ মিটারের সৌর প্যানেল খুলে দেয়।
এই স্যাটেলাইটের কাজ হলো বৃহস্পতির ৩টি প্রধান উপগ্রহ ক্যালিস্টো, গ্যানিমেড ও ইউরোপাকে পর্যবেক্ষণ করা।
জার্মানির ডার্মস্টাডে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মিশন কন্ট্রোলের অপারেশন ডিরেক্টর আন্দ্রেয়া অ্যাকোমাজ্জো ঘোষণা করেছেন, ‘আমাদের একটি মিশন আছে, আমরা বৃহস্পতিতে উড়ে যাচ্ছি, আমরা প্রচুর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যাচ্ছি। বৃহস্পতি- জুস আসছে! প্রস্তুত হও।’
সংস্থার মহাপরিচালক ড. জোসেফ অ্যাশবাচারও গর্বভরে বলেছেন, ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের এই খরুচে মিশনটি এখন পর্যন্ত নিরাপদেই এগুচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।