30 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৫
Bnanews24.com
Home » লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিএনএ, ঢাকা: রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানার অগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা’র দিকে আগুন লাগার খবর পান তারা। ছুটির দিন হওয়ায় সেখানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। তবে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে তাদের।

ফায়ার সার্ভিস জানায়, শহীদ নগর রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। ছুটির দিন না হয়ে কোন কর্মদিবসে প্লাস্টিকের কারখানায় আগুন লাগলে নিয়ন্ত্রণে আনাই কষ্টকর হয়ে যেত।

এমন ঘনবসতিপূর্ণ এলাকায় এরকম ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠায় বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বলেন, অনিরাপদভাবে আবাসিক এলাকার মধ্যে প্লাস্টিকের কারখানা মানুষের জীবনকে কয়েকগুণ ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর বিস্তারিত জানানোর কথা জানায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ