16 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাথরুমে পা পিছলে গুরুতর আহত আফরোজা আব্বাস

বাথরুমে পা পিছলে গুরুতর আহত আফরোজা আব্বাস


বিএনএ, ডেস্ক :বাথরুমে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।  তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে ওজু করতে গিয়ে বাথরুমে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি এবং তাঁর ডান হাত ভেঙে যায়।

এভারকেয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ