20 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » গোপালগঞ্জে প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তার

বিএনএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া প্রতারকচক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. শাকিল মিয়া (২১), বাঁধন শেখ (২৪), বিল্লাল শিকদার (২৫) ও মাবিয়া শেখ (১৮)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মণের সঙ্গে প্রতারকচক্রের সদস্য গ্রেপ্তার মাবিয়ার পরিচয় ঘটে। গত বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেন মাবিয়া। পরে পিকিং বর্মণ দেখা করতে গোপালগঞ্জ এলে তাঁকে জিম্মি করেন এবং কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এই চক্রের সদ্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পিকিং বর্মণ সদর থানায় একটি অভিযোগ করলে বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ