29 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিএনএ’র নতুন অফিস উদ্বোধন

চট্টগ্রামে বিএনএ’র নতুন অফিস উদ্বোধন

বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি ও Bnanews24.com

বিএনএ, চট্টগ্রাম : বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি ও Bnanews24.com এর বন্দর নগরী চট্টগ্রামের নতুন অ‌ফিস আনুষ্ঠানিকভাবে উ‌দ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে স্ট্যান্ড রোডের বাংলাবাজারস্থ মাম টাওয়ারে অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার । সভাপ‌তিত্ব ক‌রেন বিএনএ প্রকাশক জা‌কির হো‌সেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চাকসু ভিপি নাজিম উদ্দিন, বিএনএ’র প‌রিচালক হা‌দিদুর রহমান, র‌বিউল হো‌সেন বাবু । মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মো‌মিনুর রহমান, কে এম জ‌হিরুল কাইয়ুম, জা‌ভেদ মাহমুদ প্রা‌ন্তিক , পোর্টল্যান্ড প্রপার্টিজের এমডি সাইফুল ইসলাম, বিএনএ’র নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা, হেড অব নিউজ সৈয়দ গোলাম নবী প্রমুখ।তাছাড়া পোর্টল্যান্ড গ্রুপ ছাড়াও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন।

Total Viewed and Shared : 14,518 


শিরোনাম বিএনএ