24 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী

ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী

ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে। আমরা সবাই ভোক্তা, একজন ব্যবসায়ীও ভোক্তা। সরকার ভোক্তার অধিকার রক্ষায় আইন করেছে। ভোক্তা সচেতন হলে আইন প্রয়োগ সহজ হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২’ এর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভোক্তা দিবসের এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।

আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন। দেশের মানুষ এখন ডিজিটাল সুবিধা ভোগ করছে। সেই ডিজিটাল সুবিধার অনৈতিক সুবিধা যাতে কেউ নিতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের মূূল্য বৃদ্ধি পেয়েছে, সে সুযোগে যাতে কেউ অনৈতিকভাবে লাভবান হতে না পারেন, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ