16 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত এ জয় দিয়ে ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ জিতে নিল ৩-০ ব্যবধানে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা ৬০ বলে অপরাজিত ৮০ রান করেন। এছাড়া অ্যাসেন বান্দারাও খেলেন অপরাজিত ৫৫ রানের ইনিংস। ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন ৩টি উইকেট দখল করেন।

২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ড্যারেন ব্র্যাভো ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। শাই হোপ করেন ৬৪ রান। পোলার্ড অপরাজিত থাকেন ৫৩ রান করে। ম্যাচের সেরা হয়েছেন ব্র্যাভো। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শাই হোপ।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ