25 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামেও করোনার সংক্রমণ বাড়ছে

চট্টগ্রামেও করোনার সংক্রমণ বাড়ছে


বিএনএ, চট্টগ্রাম : সারা দেশের মতো চট্টগ্রামেও করোনা সংক্রমণ বাড়ছে । সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৩ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি মাসের গত ১৪ দিনে চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। এছাড়া সর্বশেষ রোববার (১৪ মার্চ) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৫৫৬ জন।

এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। সর্বশেষ রোববার টিকা নিয়েছেন ৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৭৯২ জন এবং উপজেলায় ২ হাজার ১২৭ জন।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ