বিএনএ, ঢাকা : নিরাপত্তা উদ্বেগের জন্য ঢাকা মহানগর নাট্য উৎসব স্থগিত করা হয়েছে। ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান স্থগিতের কথা জানান।
শনিবার বিকাল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের।
বিবৃতিতে বলা হয়, ‘গতকাল দুপুর ১টায় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান, রমনা থানা থেকে ফোন করে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করি। সন্ধ্যায় ওসির সাথে তার অফিসে আমরা সাক্ষাৎ করি এবং উৎসবের বিষয়ে বিস্তারিত জানাই। যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আলোচনার পর ওসি আমাদের আশ্বস্ত করেন। আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি।’
আরও বলা হয়, ‘কিন্তু কিছুক্ষণ পর একটি মব থানায় ঢুকে একরকম হুমকির স্বরে গালাগালসহ মহিলা সমিতির সংশি্লষ্ট কর্মকর্তাকে উৎসব বন্ধ করার চাপ দেয়। এ পরিস্থিতিতে মহিলা সমিতি কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা ভেবে রাতেই মৌখিকভাবে হল বরাদ্দ বাতিল করে।’
বিবৃতিতে বলা হয়, ‘এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’
বিএনএনিউজ/এইচ.এম।।