19 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারের উন্নয়নে ইউএনডিপি’র সহায়তার আশ্বাস

কক্সবাজারের উন্নয়নে ইউএনডিপি’র সহায়তার আশ্বাস

কক্সবাজারের উন্নয়নে ইউএনডিপি'র সহায়তার আশ্বাস

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উন্নয়ন ও পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। বুধবার(১৫ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময়কালে এমন আশ্বাস প্রদান করেন ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি (আরআর) স্টেফান লিলার।

স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধিদল দুপুর ২ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছালে কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার তাদের স্বাগত জানান।

প্রতিনিধি দলটি কউক অফিস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন। টানা ১ ঘন্টার মতবিনিময়কালে ইউএনডিপির সাব অফিস প্রধান রবার্ট স্টোয়েলম্যান, কারিগরি বিশেষজ্ঞ গবেষক মাইকেল ভন ট্যানজেন পেজ, কমিউনিটি সেফটি প্রোগ্রামের ম্যানেজার মাসুদ করিম, সিএক্সবি অপারেশন ইউনিটের কর্মকর্তা সাজাদ সিকদার, কউকের সদস্য প্রকৌশল লে: কর্ণেল খিজির খান, উপ নগর পরিকল্পনাবিদ তানভীর হাসান রেজাউল, অথরাইজ অফিসার রিশাদ উন নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ