24 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে ঘর পেল ১২ বীর মুক্তিযোদ্ধা

রাউজানে ঘর পেল ১২ বীর মুক্তিযোদ্ধা

রাউজানে ঘর পেল ১২ বীর মুক্তিযোদ্ধা

বিএনএ, রাউজান: নির্মাণ কাজ শেষ হওয়ায় ১২ জন দরিদ্র বীর মুক্তিযোদ্ধাদেরকে নবনির্মিত বীর নিবাসের চাবি তুলে দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সারাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা পাকা ঘর বীর নিবাস ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রাউজানে ১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে নব নির্মিত পাকা ঘর বীর নিবাসের চাবী তুলে দেয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান ,বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, সুনীল চক্রবর্তীসহ মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে ১ম পর্যায়ে ১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে বীর নিবাসের চাবী তুলে দেওয়া হয়। ২য় পর্যায়ে আরও ৩৩ জন দরিদ্র বীর মুক্তিযোদ্ধাকে দেয়ার জন্য পাকা ঘর নির্মাণ কাজ চলছে।

বিএনএ/ শফিউল আলম, বিএম

Loading


শিরোনাম বিএনএ