25 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি রপ্তানি বন্ধ

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে ২ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ও আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ ২ দিন ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্য কার্যক্রম শুরু করবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ