14 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজউকের নতুন চেয়ারম্যান সাঈদ হাসান

রাজউকের নতুন চেয়ারম্যান সাঈদ হাসান


বিএনএ, ঢাকা : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের  (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদার। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান (শিল্প ও শক্তি) পরিকল্পনা বিভাগে সংযুক্ত ড. সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে গেছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নুর আলমকে ৩ জানুয়ারি পিআরএলে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ