15 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী আটক

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী আটক

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী আটক

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকা থেকে ছয় হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। আটক ওই ব্যক্তির নাম ফজলে কাদের ওরফে জুয়েল।

র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির কাছ থেকে চারটি মোবাইল ও নগদ এক লাখ ৯১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারি ব্যক্তির বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি র‌্যাবকে জানায়, তিনি পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন।
বিএনএনিউজ/এসককে,জেবি

Loading


শিরোনাম বিএনএ